Search
Close this search box.
Search
Close this search box.

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর শোবার কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবার কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

chardike-ad

ইসরায়েলের তেল আবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবন। এই বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

হামলার সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির অন্যান্য সংবাদমাধ্যম গতকাল জানায়, সামরিক সেন্সরশিপের আওতায় থাকা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা হিজবুল্লাহর ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বাসভবনের শোবার কক্ষের ক্ষতিগ্রস্ত জানালার ছবি প্রকাশ করতে পেরেছে।

বাসভবনে হামলার পর নেতানিয়াহু বলেছিলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো যারা এই চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।