Search
Close this search box.
Search
Close this search box.

গুলশানে নির্যাতনের পর নারী গৃহকর্মীকে ফেলে যাওয়া হলো রাস্তায়

 

chardike-ad

রাজধানীর গুলশানে বাসায় নির্মম নির্যাতনের পর এক নারী গৃহকর্মীকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, গুলশান-১ নম্বরের ১২৬ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে প্রকৌশলী আশিক ইমরানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন দিনা আক্তার। সেখানে কোনো কারণে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বাসার সামনের রাস্তায় পাওয়া যায়। লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। পথচারীদের সহায়তায় তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ওসি জানান, প্রকৌশলী আশিক ইমরান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ও তার স্ত্রীকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।