কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ২০ নম্বর এক্স রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরএসও জড়িত বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
নিহতরা হলেন- উখিয়ার ১৭ নম্বর এক্স রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/১০৪-এর বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। নিহত সৈয়দুল আমিন আরসা সদস্য বলে জানা পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উখিয়া ক্যাম্পের বাসিন্দা নুর আমিন বলেন, ‘ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনা আরএসও সদস্যরা জড়িত। মূলত নিহত সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কাযর্ক্রমের সঙ্গে জড়িত। তাকে মারতে গেলে এ ঘটনা ঘটে।’