রাজধানীর রামপুরার ভাড়া বাসা থেকে প্রখ্যাত কণ্ঠশিল্পী মনি কিশোরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে পূর্ব রামপুরার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিন চারদিন আগে নিজ ঘরে তিনি মারা গিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহাদত হোসেন। তিনি বলেন, পূর্ব রামপুরার যে বাসায় মনি কিশোর দাদা ভাড়া থাকতেন, তার পাশের ভাড়াটিয়া গন্ধ পাচ্ছিলেন। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা আমাদের খবর দেন। আমরা গিয়ে দরজা ভেঙে দেখি মনি কিশোর দাদা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। দেহ ফুলে ফেপে ছিল। মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি।
শাহাদত হোসেন বলেন, তিনি একাই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।নব্বই দশকে মনি কিশোর কি ছিলে আমায় বলো না তুমি গানের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।