Search
Close this search box.
Search
Close this search box.

আহত পথশিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

 

chardike-ad

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারাও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সেøাগান দিয়েছে। সে সময় গুলিতে পথশিশুদের অনেকে আহত হয়েছে। তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গতকাল শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টির মতো আহত কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজখবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।