বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন ফিল সিমন্স।। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে সিমন্স বললেন, সাকিবকে নিয়ে তিনি চিন্তিত নন।
আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে সরাসরি কিছু বলেননি সিমন্স। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে নেই, সেটা নিয়ে ভাবছিনা, এটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। যারা আছে তাদের নিয়েই সামনে এগিয়ে যাবো।’
বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব পূরণ করতে হলে একইসাথে একজন জেনুইন বোলার ও ব্যাটারের দরকার। এ বিষয়ে ফিল সিমন্স বলেছেন, ‘এরকম নয়। যারা অ্যাভেইলেবল আছে তাদের নিয়েই আমরা ফোকাস করছি। সেভাবেই পরিকল্পনাও করা হচ্ছে। প্রত্যেকে মাঠের ক্রিকেটে মনোযোগী হবে এটাই প্রত্যাশা।’
সিমন্সের প্রথম পরীক্ষাই দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। দেশের মাটিতে সিরিজ হওয়ায় কিছু সুবিধা তো থাকবেই। নতুন শিষ্যদের নিয়েও বেশ আশাবাদী সিমন্স, ‘গত ২ দিন ধরে ছেলেরা অনেক পরিশ্রম করছে। তারা বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি তারা মাঠের ক্রিকেট নিয়েই ভাববে।’