Search
Close this search box.
Search
Close this search box.

লামিন ইয়ামাল বার্সায় মেসির মতো লিজেন্ড হবে

 

chardike-ad

বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে ধরা হয় বার্সার তরুণ ফুটবলার লামিন ইয়ামালকে। এমনকি বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির মতোই প্রতিভাবান ভাবা হয় তাকে। ইয়ামাল নিজে অবশ্য এই তুলনায় যেতে চান না তবে তাই বলে মেসির সাথে তাকে তুলনা করা তো আর থেমে থাকে না। এবার সেই তালিকায় যোগ দিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, তরুণ তারকা লামিনে ইয়ামালের মধ্যে সব গুণাবলী আছে তাকে বার্সার ‘প্রতীকী খেলোয়াড়’ হিসেবে গড়ে তোলার। মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল স্পেনের ইউরো ২০২৪ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এই মৌসুমে বার্সার হয়ে ১১টি ম্যাচে ৫টি গোল করেছেন এবং আরও ৫টি গোলের সুযোগ তৈরি করেছেন।

ডেকো সম্প্রতি আরএসি১ রেডিওতে বলেন, ‘লামিন তার নিজের ইতিহাস বার্সেলোনায় লিখছে, যেমন লিওনেল মেসি, জোহান ক্রুইফ, আন্দ্রেস ইনিয়েস্তা বা রোনালদিনহো তাদের সময়ে করেছিলেন। তার সব গুণ আছে বার্সেলোনার প্রতীকী খেলোয়াড় হয়ে উঠতে। তাকে আমাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে।’

ইয়ামাল তার বয়সী খেলোয়াড়দের মধ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেকের পর তিনি বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৬ বছর বয়সে লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। ইউরো ২০২৪-এ ‘টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়’ খেতাবও জিতেছেন তিনি।

ইয়ামালের এই সাফল্য তাকে বার্সেলোনার কিংবদন্তি মেসির সাথে তুলনা এনে দিয়েছে। ডেকো বলেন, ‘লিও ছিল সময়ের তুলনায় বেশি বিস্ফোরক খেলোয়াড়, কিন্তু লামিন মাত্র ১৭ বছরের এবং ইতিমধ্যেই ইউরো জয়ী। লিও একটি জয়ী প্রজন্মের মধ্যে বেড়ে উঠেছিল, যা তাকে আরও বেশি সময় দিয়েছিল। কিন্তু লামিন একটি নবীন প্রজন্মের অংশ, যারা নতুনভাবে তৈরি হচ্ছে। তার অসাধারণ পরিপক্বতা আছে বয়সের তুলনায়।’

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা সম্প্রতি জানান, গত গ্রীষ্মে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ক্লাব। এছাড়া ইয়ামালের ইনজুরি নিয়ে ডেকো বলেন, ‘তরুণ খেলোয়াড়রা অনেক ম্যাচে অংশগ্রহণ করে, যা তাদের উপর চাপ সৃষ্টি করে। আমাদের লামিনেকে ভালোভাবে যত্ন নিতে হবে, কারণ সে এখনও গঠন প্রক্রিয়ায় আছে।’

এদিকে, লাপোর্তা জানিয়েছেন যে বার্সেলোনা এবং নাইকের মধ্যে নতুন স্পন্সরশিপ চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে, যা আগামী ১০ বছরের জন্য ফুটবলের সেরা চুক্তি হবে বলে তিনি মনে করেন।