Search
Close this search box.
Search
Close this search box.

গৃহকর্মীদের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ ঘোষণা

 

chardike-ad

গৃহকর্মীদের সেবা নেওয়ার জন্য ঘণ্টা, সপ্তাহ এবং মাসব্যাপী প্যাকেজ চালু করেছে সৌদি আরবের লেবার কর্তৃপক্ষ। এর ফলে যে কেউ তার প্রয়োজন অনুযায়ী গৃহকর্মীদের দ্বারা সুবিধা নিতে পারবে। খবর গালফ নিউজ।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম আকবর ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদান করা মুস্যান্ড (Musaned) এর মাধ্যমে এসব প্যাকেজ পাওয়া যাবে।

হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় নিয়োগ সেক্টরে উন্নয়ন এবং একাধিক সুবিধা প্রদানে এ পদ্ধতি চালু করেছে। এর আগে গত জুন মাসে সৌদি কর্তৃপক্ষ গৃহকর্মীদের জন্য ইলেকট্রনিক ট্রান্সফার রেগুলেশন্স জারি করেছিল।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ লেবার মার্কেটের কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রেখেছে। এজন্য দেশটির হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় তাদের গ্রাহকদের সঠিক তথ্য প্রদানে মুস্যান্ড অনলাইন সেবা চালু করেছে। এর মাধ্যমে একাধিক সেবা প্রদান করা হবে।