Search
Close this search box.
Search
Close this search box.

কাজী নওশাবা  কাটপিস সিনেমা দেখে বিব্রত

 

chardike-ad

দুই কাটপিস সিনেমা সম্প্রতি ঢাকার বাইরে থেকে জব্দ করেছে পুলিশ। সেই সিনেমা পাঠানো হয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছে। সেই কাটপিসযুক্ত অশ্লীল সিনেমা দেখে বিব্রত সার্টিফিকেটশন বোর্ডের সদস্যরা। মঙ্গলবার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা জব্দ করা ‘জাঁদরেল’ ও ‘শক্র ঘায়েল’ সিনেমা দুটি দেখেন। অভিযোগ ছিল, সিনেমায় অশ্লীল কাটপিস দৃশ্য লাগিয়ে হলে চালানো হচ্ছিল। পরে তার সত্যতা পান বোর্ডের সদস্যরা।

পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খিজির হায়াত গণমাধ্যমকে বলেন, ‘এত জঘন্য কাটপিস, যা কোনো ভাবেই দেখার মতো নয়। এত অশ্লীলতা, নগ্নতা বাংলা সিনেমার সঙ্গে জুড়ে দেওয়া বাক্‌রুদ্ধ করেছে। এ ধরনের রুচিহীন কাজ যাঁরা করেছেন, তাঁদের আইনের আওতায় আনা উচিত। আমরা সিনেমা দুটি দেখে আমাদের মতামত জানিয়েছি। এ ধরনের সিনেমা যেন আর কোথাও কোনো সিনেমা হলে না চালানো হয়, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন, এমন মতামত জানিয়েছি।’

জানা যায়, ঢাকার বাইরের রুপা ও লাবণী নামের দুটি সিনেমা হল থেকে এই সিনেমাগুলো জব্দ করা হয়। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘এই সিনেমাগুলো দেখা আমার জন্য বিব্রতকর ছিল। একটি সিনেমায় অদ্ভুতভাবে আজেবাজে দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। এ ধরনের সিনেমা কোনো সভ্য দেশের দর্শকের জন্য নয়।’

নওশাবা আরও বলেন, ‘এসব সিনেমা সমাজের জন্য হানিকর। যুক্তিসংগত কারণ দেখিয়ে আমরা মতামত দিয়েছি। এখন স্বাধীনতা মানেই দায়িত্বহীনতা নয়, বরং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। আমরা সৃজনশীল কাজগুলোকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেব। যে সিনেমা সমাজ গঠনে কিছুটা হলেও গুরুত্ব রাখবে।’