Search
Close this search box.
Search
Close this search box.

মেয়র আতিক কারাগারে

 

chardike-ad

তিনটি পৃথক হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ওই তিন মামলা হলো, মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।