Search
Close this search box.
Search
Close this search box.

রাজশাহীতে এখন ১ টুকরা ইলিশও কিনতে পারবে ক্রেতারা

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

chardike-ad

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, এমনও গরিব মানুষ আছেন, যাঁরা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাঁদের কথা চিন্তা করে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তাঁরা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

সেকেন্দার আলী জানান, কেজি হিসাবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা–ই নেওয়া হবে। বিষয়টি মানুষের মধে৵ ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।