ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত হবে ব্র্যান্ডটক ৫.০। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটনে ‘স্টোরিজ অফ রিভাইভাল এন্ড রাইজ’ থিম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কর্পোরেট জগতের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী ও উদ্যোক্তাদের অভিজ্ঞতার আলোকে মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-ছাত্রছাত্রী অংশ নিবে এই ব্র্যান্ডটকে।
এবারের আয়োজনে মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-ছাত্রছাত্রী বিভিন্ন ইস্যু ও অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন।
এর মধ্যে আছে কিভাবে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরায় গতি পাচ্ছে এবং ব্র্যান্ড ও ব্যবসা এই পুনরুজ্জীবনে কীভাবে ভূমিকা রাখছে—এই সম্পর্কিত উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা করবেন উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল অটোমেশন নিয়ে কথা বলবেন ডিজিটাল বিজনেস হেড ও টেক মার্কেটিয়ার। নতুন মার্কেটিং প্র্যাক্টিস, ব্র্যান্ড পজিশনিং, নতুন প্রজন্মের ভাবনা, বৈচিত্র্যময় চাহিদা, বাজার দখল, নতুন পণ্য এবং ফ্র্যাগমেন্টেড মিডিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সিইও, সিএমও, বাজার গবেষক এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞ। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন ৪.০, বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবেলা এবং গ্লোবাল বিজনেস নিয়ে কথা বলবেন মার্কেটিং মায়েস্ত্রো, মার্কেটিং ফ্যাকাল্টি ও মার্কেটিং ডিরেক্টর।
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর আয়োজনটি বিকাল ৩টা – রাত ১০টা পর্যন্ত হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর অফিসিয়াল মেটা (ফেসবুক) পেইজে।