Search
Close this search box.
Search
Close this search box.

পুরান ঢাকার প্রতিমাশিল্পী

স্টাফ রিপোর্টার।

chardike-ad

পুরান ঢাকার মণ্ডপগুলো এবার অধিকাংশই মণ্ডপের প্রতিমা এবার অর্ডার দিয়ে বানানো হচ্ছে। তাই এখনও মণ্ডপগুলো প্রতিমাশূন্য। তবে চলছে অন্য সাজসজ্জার কাজ। মণ্ডপগুলোর পাশাপাশি তৈরি করা হচ্ছে সুসজ্জিত তোরণ। এ ছাড়া উৎসবের মাত্রা বাড়াতে করা হচ্ছে লাইটিং। টানা বৃষ্টির কারণে সাজসজ্জার এসব কাজ আটকে থাকায় এদিন ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সংশ্লিষ্টদের।

প্রতিমাশিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন। প্রতিমাগুলোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে কাজে বাধা পড়েছে তাদেরও। তাই রোদ উঠতেই কাজে নেমে পড়েছেন তারাও। প্রতিমার আকৃতি দেওয়ার কাজ শেষ হয়েছে আগেই। এখন প্রতিমা সাজসজ্জা ও রঙের কাজ চলছে।

কোথাও চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রাঙিয়ে তোলার কাজ। আবার কোথাও চলছে রং করার প্রস্তুতি। মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।