স্টাফ রিপোর্টার। গোয়ালিয়রের মাধবরাও সিন্দিয়া স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১২৮ রানের টার্গেট তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগতিক ভারতকে।গোয়ালিয়রের নতুন মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। নতুন স্টেডিয়ামে নতুন দুই খেলোয়াড়কে সুযোগ দেয় স্বাগতিকরা। অভিষেক হয় নিতিশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদবের। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করলেন ভারতীয় বোলাররা।
বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়। মেহেদী হাসান মিরাজ ইনিংস সর্বোচ্চ ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন ভারতের ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউটে অভিষেক শর্মা (৭ বলে ১৬) ফিরলেও ২৮ বলেই দলীয় ৫০ পার করে ভারত। পাওয়ার প্লেতে ভারত তোলে ২ উইকেটে ৭১ রান। ভারত ৯ ওভার ৩ বলেই একশো পূর্ণ করে। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতেছে ৭ উইকেটে, ৪৯ বল হাতে রেখে।
ব্যাট হাতে ভালো করা মিরাজ বোলিংয়েও সাফল্য পান। তিনি ফেরান ১৯ বলে ২৯ করা সঞ্জু স্যামসনকে। মোস্তাফিজ ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারকে ফেরালেও জয় পেতে কোন অসুবিধা হয়নি ভারতের। সূর্যকুমার ৩ ছক্কা ও ২ চারে ১৪ বলে ২৯ রান করেন।
বাকি কাজটা ভালো ভাবেই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান নিতিশ রেড্ডি ও হার্দিক পান্ডিয়া। নিতিশ ১৫ বলে ১৬ ও পান্ডিয়া ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। পান্ডিয়ার ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা।