মোত্তাকিন মুন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল ৬ দিনে তিন দেশ সফর করবেন। আজ রবিবার থেকে তার এই সফর শুরু হচ্ছে। তার এই সফর ফিলিপাইন, সিঙ্গাপুর হয়ে লাওসের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়া (আশিয়ান) সম্মেলনে অংশ নিবেন।
৬ দিনের এই সফরের প্রথম ধাপে প্রেসিডেন্ট ইয়ুন রবিবার ফিলিপাইন যাবেন। সেখানে তিনি দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা সারবেন সেই দেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারত্রকোস জুনিয়রের সঙ্গে।
সেখান থেকে মঙ্গলবার দুইদিনের জন্য প্রেসিডেন্ট ইয়ুন সিঙ্গাপুর যাবেন। সেখানে তিনি লরেন্স ওং এর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, ডিজিটাল ডিফেন্স ও সাপ্লাই সরবরাহ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি সারবেন।
উল্লেখ্য এখানে তিনি কোরিয়ার ঐক্য ও একাত্মতা নিয়ে একটি ভাষণও দিতে পারেন।
সবশেষ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইয়ুন রওনা দেবেন লাওসের উদ্দেশ্যে। যেখানে তিনি আশিয়ান সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সময়ে কোরিয়া ১০ টি আঞ্চলিক শক্তিসম্পন্ন দেশের সঙ্গে সম্পর্কন্নোয়নে কাজ করবেন। এছাড়াও দক্ষিণ কোরিয়াকে নিয়ে আশিয়ান প্লাস থ্রি সম্মেলন নিয়েও কাজ করবেন প্রেসিডেন্ট ইয়ুন।
সোর্স: দ্যা কোরিয়া টাইমস