Search
Close this search box.
Search
Close this search box.

সাকিবহীন বাংলাদেশ ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার। পাকিস্তান সফরে দুই টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশ ভারতের বিপক্ষে দেখেছে হোয়াইটওয়াশ। হঠাৎ ছন্দ পতনে স্বাভাবিকভাবেই ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তর দল। ফরম্যাট বদলে রবিবার থেকে শুরু হচ্ছে একই দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে আজ (রবিবার) ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

chardike-ad

ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে। কানপুর টেস্টের আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৭৬টি ম্যাচ। সাকিব খেলেছেন ১২৯টি। অল্পকিছু ম্যাচ যেগুলো খেলা হয়নি, সেসব ইনজুরি নয়তো ছুটি নেওয়ার কারণে। এবারতো শেষই বলে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তাই বলে বাংলাদেশকে ভাবনায় পড়তে হবে এমন নয়। সাকিব ছাড়া ম্যাচ জেতার ইতিহাস আছে বাংলাদেশর। তবু ভারতের মতো শক্ত প্রতিপক্ষের কাছে সাকিববিহীন বাংলাদেশ কেমন করে সেটাই দেখার!

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে হুট করেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে। সাকিব না থাকায় একাদশ সাজানো বেশ কঠিন হয়ে পড়বে। তবে সাকিবের বদলে ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সম্ভবত সাকিবের জায়গাতেই তিনি ব্যাটিং করবেন। যেহেতু গোয়ালিয়র উইকেট ব্যাটিং বান্ধব, পাশাপাশি এখানে পেসারদের দাপট থাকে, ওই কারণে একাদশে তিনজন পেসারকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত–পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা–নির্যাতনের অভিযোগ এনে রবিবার ম্যাচটি বাতিলের দাবি তুলেছে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজন বন্ধ করতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্ধ’–এর ডাকও দিয়েছে। তবে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পুরো শহরে নিরাপত্তা জোড়দার করেছে স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনী।