Search
Close this search box.
Search
Close this search box.
বিপিএলে শাকিব খান কিনলেন ঢাকা ক্যাপিটালস টিম
বিপিএলে শাকিব খান কিনলেন ঢাকা ক্যাপিটালস টিম

মোত্তাকিন মুন। ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান শুধু সিনেমাহলই নয়, এবার বিপিএলে কাঁপাতে আসছেন স্টেডিয়ামও। আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এ ঢাকার টিম কিনেছেন জনপ্রিয় এই তারকা। শাকিব খানের  কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’। আসন্ন ১১তম বিপিএল আসরের দেশের প্রথম তারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করা হয়। এর পর বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

chardike-ad

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক সাড়া দিয়েছেন। যা দেখে সত্যি আনন্দিত হয়েছি। সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে “ঢাকা ক্যাপিটালস”। এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন।