Search
Close this search box.
Search
Close this search box.
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

স্টাফ রিপোর্টার। ২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। ঘরের মাঠের সেই আসরে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ, হারায় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর চারটি বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি। এবার কি সেই অপেক্ষা ফুরোবে? ১০ বছর ধরে ম্যাচ জিততে না পারার দুঃখ ঘোচানোর প্রত্যয় এখন নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে।

বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিকেল ৪টায় শুরু হবে দুই দলের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়খরা কাটানোর মিশনের শুরুতেই স্কটল্যান্ডকে প্রতিপক্ষ পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসী বাংলাদেশ, দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও হারেনি তারা। উদ্বোধনী ম্যাচ জিতে বাকি পথেও লড়াকু পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

chardike-ad

চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। ১২ টি–টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছে কেবল ২ ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। এশিয়া কাপে ২ ম্যাচ জিতলেও সেমিতে বাজেভাবে হেরেছে জ্যোতির দল। বিশ্বকাপের ময়দানে নামার আগে দুই প্রস্তুতি ম্যাচের একটিতে শ্রীলঙ্কার কাছেও হেরেছে। যদিও পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেই বিশ্বকাপের ময়দানে নামছে তারা। অধিনায়ক জ্যোতি স্কটিশদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি জয় দিয়ে রাঙাতে চান।

বাংলাদেশের শক্তির জায়গা মূলত স্পিন। রাবেয়া খানের সঙ্গে বল হাতে ঘূর্ণিতে প্রতিপক্ষে চেপে ধরতে পারেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনরা। সবশেষ কয়েক বছরে বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা। তবে পেসার হিসেবে আলো ছড়াচ্ছেন মারুফা আক্তার। অভিজ্ঞ জাহানারা ছাড়াও দলটি নতুন পেসার হিসেবে আছে দিমা বিশ্বাস। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ সমৃদ্ধ।

তবে চিন্তার জায়গা একটাই, বাংলাদেশের ব্যাটিং। সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ম্যাচ হারের কারণ এই ব্যাটিং। দিলারা আক্তার, সাথী রানী কিংবা মুর্শিদা খাতুনরা শুরুতে সফল না হলেও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে দলকে।

অধিনায়ক অবশ্য পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙাতে চান, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে আছে। সবার ভেতর ম্যাচ জেতার ক্ষুধা আছে। একজন আরেকজনকে ব্যাক করেছে মাঠে। ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো বেশি ব্যাকআপ দিয়েছে। এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি, দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।’