Search
Close this search box.
Search
Close this search box.
কোরিয়ান ভাষা
কোরিয়ান ভাষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছে।  বুধবার (২ অক্টোবর) বিকালে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কোরিয়ান একটি প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সংসদ সদস্য এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ, বাংলাদেশের সরকারি মালিকানাধীন জনশক্তি রফতানি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) রিসোর্স পার্সন মোহাম্মদ আলা উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) ভারপ্রাপ্ত পরিচালক ড. সাবিহা সুলতানা, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মোহম্মাদ আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান, সিজিইডির সহকারী অধ্যাপক ড. আবু তালেব প্রমুখ।

chardike-ad

সভায় দুই সদস্যের কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোরিয়ান ভাষাবিদ ও কে-সিএনসি কনসাল্টিংয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা ডং ইল জিউং।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার গুরুত্ব ও চাহিদার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।