Search
Close this search box.
Search
Close this search box.
shamim-osman
ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। চলমান পরিস্থিতিতে সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এমনই গুঞ্জন ওঠেছে গত ৩০ জুলাই সপরিবারে চিকিৎসার জন্যে থাইল্যান্ড গিয়েছেন তিনি।

এদিকে শামীম ওসমানের দেশ ছাড়ার প্রমাণ হিসেবে থাইল্যান্ড দূতাবাসের ভিসা অফিসারের কাছে তারই পাঠানো সংসদ সদস্যের প্যাডে করা আবেদন পত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি সপরিবারে ভিসার জন্য আবেদন করেন।

chardike-ad

পরিবারের অন্য সদস্যরা হলেন- শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমী ও নাতী জোহা ইফ্রায়িম ওসমান আরজিয়ান।

shamim-osmanগত ২৯ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন। এ আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়নমেন্টের কাগজ দাখিল করেন।

তবে গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই ভিডিওবার্তা নিয়ে হাজির হয়েছেন তার একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন। ভিডিও বার্তায় তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’

শনিবার (৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিওটি আপলোড করেন অয়ন ওসমান। শুরুতেই তিনি সবাইকে সালাম ও শুভ সকাল জানান। এরপর বলেন, ‘আমি শুধু একটি কথাই জানতে চাই। এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’ এরপর তিনি আশেপাশের ভবনগুলো ক্যামেরায় দেখান।

এর ঠিক বিশ মিনিট পরে একই ভিডিও পুনরায় আপলোড করেন তিনি। সেখানে অবশ্য তাদের সপরিবারে দেশত্যাগের খবর জানানো একটি অনলাইন গণমাধ্যমের স্ক্রিনশটও জুড়ে দেন শেষাংশে। এখানে ক্যাপশনে অয়ন ওসমান লিখেছেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগের গুঞ্জন নানা প্রশ্নের জন্ম দিয়েছে।