Search
Close this search box.
Search
Close this search box.

samsung-z-fold-6দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ফোল্ডিং ফোন এনেছে। যার মডেল গ্যালাক্সি জেড ফোল্ড ৬। এই ফোনে দারুণ ফিচার পাবেন। ফোনের ডিজাইনেও বৈচিত্র্য এনেছে স্যামসাং।

স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোনটি সবচেয়ে পাতলা এবং হালকা ওজনের ফোল্ড স্মার্টফোন। এই ফোনে ট্রান্সক্রিপ্ট ফিচার পাবেন। সঙ্গে থাকবে ভয়েস রেকর্ডিং। পিডিএফ ফাইলের লেখাও অনুবাদ করা যাবে এই মডেলে।

chardike-ad

z-fold-6এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেনারেশন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। যা সর্বাধুনিক প্রসেসর। এই ফোন কিনতে আপনাকে প্রায় দুই লাখ টাকা খরচ করতে হবে।

যদিও বাংলাদেশের বাজারে এই ফোন এখনো আসেনি। তবে শিগগিরই আসবে বলে ধারণা করা হচ্ছে। এটি একটি ৫জি কানেক্টিভিটির ফোন হতে চলেছে।

স্যামসাংয়ের এই ফোল্ডিং ফোন পাওয়া যাবে তিনটি রঙের বিকল্পে পাবেন। এগুলো হলে সিলভার শ্যাডো, পিঙ্ক এবং নেভি। মডেলটি সবচেয়ে পাতলা এবং হালকা ওজনের ফোল্ড স্মার্টফোন।