Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটির একটি কারখানায় বাংলাদেশী কর্মী শফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ১৬ জুন ৪টা ২০ মিনিটে তিনি সংসানমিয়নের (송산면) একটি স্টিল ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে ফর্কলিফটের আঘাতে মারা যান।

chardike-ad

হোয়াসং সিটি পশ্চিম পুলিশ স্টেশন জানিয়েছে দুর্ঘটনায় নিহত কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ফর্কলিফট চালককে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।

বাংলাদেশী কর্মীর মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আগেরদিন এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। প্রবাসী বাংলাদেশী সংগঠনগুলোও শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছে।

৩০ বছর বয়সী শফিকুল ইসলাম ২০১৫ সালে কোরিয়া যান। ইপিএস ভিসা ই-৯ এর কোরিয়া গিয়ে পরবর্তীতে স্কিলড ভিসা ই-৭ ভিসা পান এবং স্বপরিবারের কোরিয়ায় বসবাস করে আসছিলেন। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়।