
এবার রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার কিছু পরে হাসপাতালের কার্ডিয়াক ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ দুপুর পৌনে দুইটার কিছু পরে আমাদের কাছে শিশু হাসপাতালে আগুন লাগার খবর আসে। এর পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর(আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছিলেন নৌবাহিনীর সদস্যরা।