সৌদি আরবে আরবি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলশ্রুতিতে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন।
এর আগে গতকাল (৭ এপ্রিল) দেশটির সর্বোচ্চ আদালত নাগরিকদের সোমবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার আহ্বান জানায়। খালি চোখেই হোক অথবা দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করে দেশটির সুপ্রিম কোর্ট। সেই সাথে চাঁদ দেখা গেলে নিকটবর্তী আদালতে বিষয়টি অবগত করার নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা মোতাবেক এদিন দেশটির লাখো মুসল্লি মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চাঁদ দেখার জন্য চোখ রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আর চাঁদ দেখা যায়নি।
সন্ধ্যার কিছুক্ষণ পরেই ইনসাইড দ্য হারামাইন জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
এর আগে গত ১০ মার্চ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিলো। পরেরদিন অর্থাৎ ১১ মার্চ থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়। সেই অনুযায়ী সোমবার ছিলো ২৯ রমজান।