Search
Close this search box.
Search
Close this search box.

প্রথম বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলে এক ঐতিহাসিক রেকর্ডের সামনে দ্যা কাটার মাস্টার মুস্তাফিজ। এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারির পার্পেল ক্যাপ প্রথমবার মাথায় তুলবেন তিনি। তবে যদি না বেঁকে বসে চেন্নাই সুপার কিংসের কোচ, ক্যাপ্টেন। মুস্তাফিজের এমন বিরল রেকর্ডের স্বপ্ন অধরা রয়ে যাবে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার চেন্নাই একাদশে ঢুকলে।
mustafizবছরটা মোটেও ভালো শুরু হয়নি ফিজের। আইপিএলে দল পাবেন কিনা সে নিয়েই ছিল ঘোর সন্দেহ। তবে মাস্টারমাইন্ড মাহেন্দ্র সিং ধোনির ভাবনা, বোলিংয়ে স্লোয়ার আর কাটার দেয়া একজনকে চাই। যেই ভাবা সেই কাজ। ফিজকে দলে ভেড়াল চেন্নাই। এবারে একাদশে থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তা। কিন্ত প্রথম ম্যাচে সুযোগ পেয়েই রীতিমতো বাজিমাত করেছে মুস্তাফিজ। নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট, বনে গেছেন প্লেয়ার অব দ্যা ম্যাচ, পেয়েছে ফ্যান্টাসি প্লেয়ার অভ দা আ্যাওয়ার্ডও।

চেন্নাইয়ে ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮ টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে মুস্তাফিজ একাদশে জায়গা পাবেন কিনা সেই প্রশ্ন আসছে, শ্রীলঙ্কান মাথিশা পাথিরানা চেন্নাই শিবিরে যোগ দেওয়াতে।

chardike-ad

তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজুর রহমান চেন্নাই একাদশে আসতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। চেন্নাই সুপার কিংস আগে ব্যাট করলে শিবাম দুবের জায়গায় বোলিংয়ের সময় আসতে পারেন মুস্তাফিজ। এবং চেন্নাই আগে বোলিং করলে মুস্তাফিজ শুরু থেকেই একাদশে থাকবেন, ব্যাটিংয়ের সময় তাঁর জায়গা নিবেন শিবাম দুবে। আর আজ মাঠে নামলেই পার্পেল ক্যাপের কীর্তি অর্জন করবেন মুস্তাফিজ।