বাগানে ঘুরে বেড়াচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সঙ্গে আছেন তার মেয়ে কিম জু। এমনই দৃশ্য দেখা গেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ক্যাংডংয়ে। এটিই উত্তর কোরিয়ার তৈরি করা বিশ্বের বৃহত্তম সবজির খামার।
শনিবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসি এনএ। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম সবজির খামার তৈরি করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৫ মার্চ) দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার মেয়ে কিম জু খামারটি পরিদর্শন করেছেন।
এ সময় কাংডং জেনারেল গ্রিনহাউস ফার্মের কমিশনিং অনুষ্ঠানে উল্লসিত জনতার সামনে ফিতা কাটতেও দেখা যায় কিমকে। এরপর উৎসুক জনতার সামনে হাত নাড়েন কিম। রাতে কিম ও তার মেয়ের সঙ্গে বাগান পরিদর্শন করেন সরকারি কর্মকর্তারা।
কেসিএনএ আরও জানায়, গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার জনগণ খাদ্য সংকটে ভুগছে এবং সম্প্রতি কিম প্রকাশ্যে এই সমস্যার কথা স্বীকারও করেছেন। তাই, কাংডংয়ের এই গ্রিনহাউস ফার্ম পিয়ংইয়ংয়ের নাগরিকদের সবজি সরবরাহ করার উদ্দেশ্যে বানানো হয়েছে।