১-১ গোলের সমতায় শেষ হয়েছে লিভারপুল-সিটির হাই ভোল্টেজ ম্যাচ। এনফিল্ডে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচের ফলাফলে যেমন সমতা, মাঠের লড়াইয়েও দুই দল লড়েছে সমানে সমানে।
প্রথমার্ধে সিটি দারুণ খেললেও ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় লিভারপুল। ১৯তম মিনিটে নুনেজের গোল অফসাইডে কাটা পড়লেও ২৩ তম মিনিটে জন স্টোনের গোলে লিড পায় ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধে সিটি বেশ ক’টি সুযোগ হাতছাড়া করলে ০-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এলিসন ডিবক্সে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। লিভারপুলের হয়ে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন ম্যাক-এলিস্টার।
এই ড্রয়ে ২৮ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে এখন আর্সেনাল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি।