sabbirসৌদি আরবের জেদ্দায় সাব্বির হোসেন (২৬) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। খুনিও অপর এক বাংলাদেশি। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এই ঘটনা ঘটে।

নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। সংসারের স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

chardike-ad

পারিবারিক সূত্র জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিল-ঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে মৃত্যু হয় সাব্বিরের।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।