ডেস্ক রিপোর্টঃ মিস কোরিয়া ২০১২ খেতাব জিতে নিয়েছেন ২২ বছর বয়সী কিম ইউ মি। খিয়ংহি বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড পিস প্যালেসে গত শুক্রবার তাঁকে ক্রাউন পরিয়ে দেন গত বছরের মিস কোরিয়া লি সং হে। কিম আগামী বছরের মিস ইউনিভার্স ২০১৩ এ কোরিয়ার প্রতিনিধিত্ব করবেন। কিম কনকুক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজে অধ্যয়ন করছেন। নতুন মিস কোরিয়া বলেছেন সময় পেলেই তিনি বই পড়তে এবং গান শুনতে ভালবাসেন। তিনি নিজেও একজন পিয়ানো বাদক। লি জুং বিন (১৯) প্রথম রানার্স আপ এবং কিম সা রা (২৩) দ্বিতীয় রানার্স আপ হয়েছেন। এই প্রতিযোগিতায় কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাছাই শেষে ৫৪জন ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেন।