Search
Close this search box.
Search
Close this search box.

samsung-s24অবশেষে লঞ্চ হল বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত হচ্ছে। সেই সঙ্গে সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হবে।

ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে এস ২৪ সিরিজে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের একটু পরিবর্তন সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি’ হিসেবে কোম্পানিটি পরিচিত করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে এস পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে।

chardike-ad

গ্যালাক্সি এস ২৪ সিরিজের দাম:
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৭৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৮৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৯৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১১৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১২৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৪১৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র‍্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৬৫৯.৯৯ ডলার

গ্যালাক্সি এস ২৪ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
আয়তন: দৈর্ঘ্য ৭০.৬ x প্রস্থ ১৪৭ x উচ্চতা ৭.৬ এম এম
ওজন: ১৬৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: ২৬০০ নিটস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ২৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা

গ্যালাক্সি এস ২৪ প্লাস এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: দৈর্ঘ্য ৭৫.৯ x প্রস্থ ১৫৮.৫ x উচ্চতা ৭.৭ এম এম
ওজন: ১৯৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ বা ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ৪৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা

গ্যালাক্সি এস ২৪ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: দৈর্ঘ্য ১৬২.৩ x প্রস্থ ৭৯.০ x উচ্চতা ৮.৬ এম এম
ওজন: ২৩২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
ব্রাইটনেস: ২৬০০ নিটস
গঠন: টাইটানিয়াম ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৫০০০ এমএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস
রং: টাইটানিয়াম ধূসর, টাইটানিয়াম কালো, টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম হলুদ