korean-schoolকরোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় স্কুল খোলার কয়েকদিনের মাথায় ফের দুই শতাধিক স্কুল বন্ধ করে দিছে দক্ষিণ কোরিয়া। শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে কোরিয়ান টাইমস এক প্রতিবেদনে বলেছে, বুসান শহরে মোট ২৫১টি স্কুল বন্ধ করতে হয়েছে। রাজধানী সিউলে আরো ১১৭ টি স্কুল খোলার সময়ও পিছিয়ে দিতে হয়েছে। নতুন আক্রান্তদের বেশিরভাগই বুসানে শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি কুপাং পরিচালিত একটি গুদামঘর থেকে সংক্রমিত হয়েছেন।

গেল বছর ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ওই সময় দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ অনেক বেশি থাকলেও পরে দেশটি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। ৬ মে থেকে ধীরে ধীরে দক্ষিণ কোরিয়া বিধিনিষেধ শিথিল করতে শুরু করে। চালু হতে থাকে ব্যবসা-বাণিজ্য, খুলতে শুরু করে স্কুল।

chardike-ad