Search
Close this search box.
Search
Close this search box.

seoul-centeral-mosque

করোনা ভাইরাসের কারণে এবারের ঈদের নামাজের জন্য কোরিয়া মুসলিম ফেডারেশন কিছু গাইড লাইন দিয়েছেন, যারা ইথেউন মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন তাদের জন্য।

chardike-ad

ঈদুল ফিতরের নামাজ শনিবার ২৩ শে মে বা ২৪ শে মে রবিবার অনুষ্ঠিত হবে। যেকোন প্রয়োজনে বা নিশ্চিত হওয়ার জন্য ২২ শে মে রাত ৯টার পরে কল করতে পারেন (02-793-6908), যেটি কোরিয়া মুসলিম ফেডারেশনের কার্যালয়ে অথবা কেএমএফের ওয়েবসাইট (www.koreaislam.org) দেখতে পারেন পরবর্তী আপডেট। ইথেউন মসজিদে ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ঈদের দিন করোনভাইরাস জনিত ঝুঁকি হ্রাস করার বিষয়ে, নামাজ পড়তে আসা সকল ব্যক্তিকে সর্বদা মানুষের মধ্যে কমপক্ষে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। মুসলিম ভাই-বোনের নিরাপত্তার কারণে কেএমএফ ঈদের নামাজের দিন নিয়ম কানুনগুলো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের সীমাবদ্ধ স্থানের কারণে যদি কেউ ঈদের নামাজ আদায় করতে না পারেন, তাদেরকে বিষয়টা সুন্দর ভাবে নেওয়ার এবং সহযোগিতা করার অনুরোধ করেছেন।

নিম্ন লিখিত বিষয়গুলো মানার পরামর্শ দেওয়া হয়েছে:

– প্রত্যেককেই মাস্ক পরতে হবে, মাস্ক ব্যাতিত মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না।

-আর প্রত্যেকেই নামাযে আসার আগে নিজ দায়িত্বে ওযু করে আসার অনুরোধ করেছেন।

– আপনারা নিজ নিজ নামাজের জায়নামাজগুলো নিয়ে আসতে অনুরোধ করেছেন, কারণ নামাজের উপস্থিতদের সংখ্যা সাধারণত খুব বেশি হবে এবার ঈদের নামাজে।

-সিউল কেন্দ্রীয় মসজিদের পার্কিং যায়াগাটি ঈদের দিন খোলা হবে না। অতএব, পাবলিক ট্রান্সপোর্ট ব্যাবহার করার অনুরোধ জানানো হয়েছে অথবা নিজ দায়িত্বে গাড়ি পার্কিং করার অনুরোধ করেছেন।

-কোভিড -১৯ থেকে সুরক্ষার জন্য বাচ্ছাদেরকে এবং বয়স্কদের মসজিদে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কেএমএফ সকলের সহযোগিতার জন্য সকল মুসলিম ভাই ও বোনদের আগাম ধন্যবাদ জানিয়েছেন।