করোনাকালে বিশেষ ফ্লাইটে ১২০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ৬২ জন ও বাহরাইন থেকে ফিরেছেন ৫৮ জন।
সূত্র জানায়, কোরিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন ৬২ জন বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। সিউল দূতাবাসের সহযোগিতায় এসব প্রবাসী দেশে ফেরেন। ফেরত আসাদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ‘অ্যামপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)’ পদ্ধতিতে যাওয়া কর্মী রয়েছেন।
এদিকে, গলফ এয়ারের বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে ফিরেছেন ৫৮ জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত ৮টার পর ফ্লাইটটি অবতরণ করে। বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে বলে জানা গেছে।