Search
Close this search box.
Search
Close this search box.

amirat-najimসংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির অতিপরিচিত মুখ আবুধাবি প্রবাসী নাজিম মাহমুদ আজ ভোর ৬টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রায় দু’বছর ধরে পিত্তনালীর ক্যান্সারে (Cholangiocarcinoma) আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা নিয়েছিলেন। অবশেষে মহান রবের ডাকে সাড়া দিয়ে আজ চলে গেলেন।

chardike-ad

অনেক প্রতিভার অধিকারী আবুধাবি প্রবাসী নাজিম মাহমুদ একাধারে চারুশিল্পী, ক্যালিগ্রাফার, স্টেইনড গ্লাস ডিজাইনার, সুলেখক, সাহিত্যিক হিসেবে আমিরাতে বাংলাদেশ কমিউনিটিতে সুপরিচিত ছিলেন।

জন্মস্থান চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে মো. আব্দুর রহিম আমিরাতে নাজিম মাহমুদ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকলেও পরিবার আর স্বজনের চাহিদা পূরণে নিজের সঞ্চয় কিছু ছিল না!

মৃত্যুকালে নাজিম মাহমুদ নয় মাস বয়সী শিশুপুত্র আর সহধর্মিণী রেখে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো বিভিন্ন সংগঠন।