কুয়েত থেকে আরও ১২১ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটি থেকে ধারাবাহিকভাবে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ এবং দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের। মোট সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। সোমবার ১২৬ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির দণ্ড মওকুফ করে স্পেশাল ফ্লাইটে তোলে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছিল। মঙ্গলবার ইফতারের পর আরও একটি স্পেশাল ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানিয়েছে, জাজিরা এয়ারের ওই ফ্লাইটে ফিরেছেন ১২১ বাংলাদেশি। তবে তারা জেল ফেরত না-কী সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরা তাতক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সেগুনবাগিচা ও কুয়েতের কূটনৈতিক সূত্র মতে, কুয়েত থেকে এখন ধারাবাহিকভাবে বাংলাদেশিদের ফেরানো হবে। ঈদের আগে ২৫টি ফ্লাইটে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি বাংলাদেশি ফিরছেন।