Search
Close this search box.
Search
Close this search box.

সিউল, ২৪ মে ২০১৪:

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। গত ২২ মে ভোট নেয়া হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। রাত দেড়টার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

chardike-ad

Lutfur Rahman, mayor of Tower Hamletsটাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে এক লাখ ৮৬ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৪০২ ভোট পড়ে। প্রথম ধাপে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট মেয়র প্রার্থী লুৎফুর রহমান পান ৩৬ হাজার ৫৩৯ ভোট, যা মোট ভোটের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। তবে নির্বাচনে কোনো প্রার্থীই মোট ভোটের ৫১ শতাংশ না পাওয়ায় দ্বিতীয় ধাপের ভোট গণনা করা হয়। দ্বিতীয় ধাপে তিন হাজার ২৫২ ভোটের ব্যবধানে লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত হয়। তিনি পান ৩৭ হাজার ৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার-দলীয় জন বিগস পান ৩৪ হাজার ১৪৩ ভোট।

বৃটেনজুড়ে কাউন্সিলগুলোতে নির্বাচনী আমেজ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র? ফলাফল জানতে পূর্ব লন্ডনের ট্রক্সি হলের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো বাঙালি। লুৎফুরের বিজয়ের খবরে তাদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

লুৎফুর রহমানের জন্ম সিলেটের বালাগঞ্জ উপজেলার সিকন্দরপুর গ্রামে। –