করোনাভাইরাসের থাবায় যেখানে কুপোকাত গোটা বিশ্ব; সেখানে নির্বিকার উত্তর কোরিয়া। উন্নত দেশগুলো যখন রীতিমত নাকানি-চুবানি খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে; তখন একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে পিয়ংইয়ং।
ইউরোপ-আমেরিকার মতো দেশ রীতিমত হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামল দিতে। সেখানে গেলো মাসে চার দফায় ৯টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। চলতি মাসেও জাপান সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে দেশটি। চীনের প্রতিবেশি উত্তর কোরিয়ার দাবি তারা এখনও করোনা মুক্ত। যা অনেকের কাছে রাহস্যময়।
শুধু ক্ষেপণাস্ত্র পরীক্ষাই নয়, চলছে সেনা মহড়াও। পিয়ংইয়ং এর দাবি, আগে ভাগে কঠোর অবস্থান নেয়ার কারণেই করোনাভাইরাস আঘাত হানতে পারেনি দেশটিতে।
উত্তর কোরিয়ার মহামারী প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ পাক মিয়ং সু বলেন, শুরু থেকেই আমরা বিজ্ঞান সম্মত পদ্ধিতে এগিয়েছি। বিশ্বে প্রথম করোনা শনাক্তের পর দেশে যতজন ঢুকেছে সবাইকে কোয়ারেন্টাইন করেছি। এছাড়া আমাদানি কৃত সব পণ্য জীবানুমুক্ত করে নামানো হয়েছে। পাশাপাশি, দ্রুতই সীমান্ত এবং বিমান চলাচলাও বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হয়। এ জন্যই একজনও আক্রান্ত হয়নি করোনায়।
কোভিড-১৯ এর কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বে স্বাস্থ্য খাতের বেহাল দশা। এখন উত্তর কোরিয়া তথ্য গোপন করছে কি না সেই শঙ্কা রয়েছে বাকি বিশ্বের।