Search
Close this search box.
Search
Close this search box.

usa-coronaবিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোগী এবং মৃতদেহ সামাল দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার জনের। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ৩৩১ জন। প্রাণ হারিয়েছে ১৯৭০ জন। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন।

chardike-ad

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন।

করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, ‘সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।’

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন। অপরদিকে ৩ লাখ ২ হাজার ১৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।