Search
Close this search box.
Search
Close this search box.

policeপটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ইতালি প্রবাসীর বাসায় বাজার করে দিল পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের কলেজ রোর্ড এলাকায় ওই প্রবাসীর বাড়িতে প্রবাসীর দেয়া তালিকা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন সদর থানা পুলিশের সদস্যরা। পণ্যের মধ্যে রয়েছে- পেঁয়াজ, রসুন, আলু, মসুল ডাল, আঙ্গুর, আপেল, মাল্টা, খাবার পানিসহ আরও অনেক কিছু।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ইতালি প্রবাসীর বরাত দিয়ে বলেন, মুঠোফোনে সকালে এক ইতালি প্রবাসী জানান, চারদিন হলো তিনি দেশে এসেছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন। তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে। তিনি সচেতন তাই দেশে ফিরেই হোম কোয়ারেন্টাইন মানছেন।

chardike-ad

ওসি আরও বলেন, তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন পুলিশ খাবার পৌঁছে দিচ্ছে। তিনি তো উন্নত বিশ্ব থেকে এসেছেন, বাংলাদেশে উন্নত বিশ্বের মতো ইকুইপমেন্ট নেই। তাই তিনি থানায় কল দিয়ে বিষয়টি জানানোর পর তার খাদ্য পণ্যের লিস্ট অনুযায়ী ওইসব পণ্য কিনে তার বাসায় পৌঁছে দেয়া হয়েছে।