সৌদি আরবের আসির প্রদেশের নাজরানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মো. শামসুদ্দিন। তিনি চাঁদপুরের শাহরাস্তি নরিংপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। শামসুদ্দিন সৌদি আরবের নাজরানে ব্যবসা করতেন। গত ১১ মার্চ (বৃহস্পতিবার) নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের মামা সফিকুল আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল গাড়ি থেকে আনলোড করছিলেন। তখন সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে (সৌদিতে) তার ছোট এক ভাই তদারকি করছে।
শামসুদ্দিনের মরদেহ দেশে নিতে জেদ্দায় বাংলাদেশ কুনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানা গেছে।