Search
Close this search box.
Search
Close this search box.

iran-coronaমধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৪ জনে। উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেল।

গতকাল মঙ্গলবার ৬৮ জন নিয়ে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত সেখানে ২৯১ মৃত্যু ও ৮ হাজার ৪২ জন আক্রান্ত হলেও এখন মুত্যু সাড়ে তিন শতাধিক এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

chardike-ad

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ভ্রমণ বাতিলে এড়িয়ে চলা ছাড়াও সব ইরানি নাগরিককে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। মুখপাত্র কিয়ানুশ জাহানপোর টেলিভিশন ভাষণে এ আহ্বান জানিয়েছেন।

চীনের পর ইতালি এবং ইরানে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। ইরানের রাজধানী মঞর তেহরানে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরই দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে মাজানদারান প্রদেশে। তৃতীয় স্থানে আছে কোম প্রদেশ। প্রথম এখানে করোনা রোগী শনাক্ত হয়।

ইরানের কোনো অঞ্চলকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবরুদ্ধ কিংবা কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়নি। তবে দেশটির ক্ষমতাসীন সরকার করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ভ্রমণ এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৩৫৯ জন।