abu-bakkarকুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) কাজ শেষে বাসায় ফেরার পথে ৬ নম্বর সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত আবু বক্কর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নরে মাইদার চর গ্রামের নজির মিয়ার ছোট ছেলে।

নিহতের মামা হান্নান মিয়া জানান, পাঁচ বছর আগে মারকাস সুলতান নামের একটি কোম্পানিতে কাজ নিয়ে কুয়েত আসে আবু বক্কর। আসার পর এখনো বাড়ি যাননি তিনি। কয়েক মাস পরেই একসঙ্গে ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিলো।

chardike-ad

তিনি আরও বলেন, কয়েকদিন পরপর আমার সঙ্গে তার কথা হত। বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোববার কোম্পানি থেকে আমার সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারি ৪ মার্চ সড়ক দুর্ঘটনায় আবু বক্কর মারা গেছে। আইনি কর্যক্রম শেষে যত দ্রত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রয়েছে।