উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। সিক্রেট বেইজিং নাম ব্যবহারকারী এক সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকের বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস এ তথ্য জানিয়েছে।
এর আগে করোনা আক্রান্ত সন্দেহে দেশটির এক কর্মকর্তাকে কোয়ারেনটাইনে রাখা হয়েছিল। কোয়ারেনটাইন থেকে বের হয়ে ওই কর্মকর্তা গণশৌচাগার ব্যবহার করায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পিয়ংইয়ংয় জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তারা ১৪১ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছে। তবে তাদের কারো দেহে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি। তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, উত্তরে করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছে, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
দক্ষিণ কোরিয়ার বহুল প্রচারিত দৈনিক চোসান ইলবো জানিয়েছে, চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার শহর সিনুইজুতে অন্তত দুজন সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।