Search
Close this search box.
Search
Close this search box.

mituজর্ডান প্রবাসী মিতু বেগম নামের এক নারী গৃহকর্মী তিন মাস ধরে নিখোঁজ। তাকে উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন মিতু বেগমের স্বজনরা। মিতুর বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলায়।

মিতু বেগমের স্বামী সাদেক মাতব্বর জানান, তিন মাস আগে দেশটিতে পাড়ি জমায় তার স্ত্রী। সেখানে গিয়ে একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয়। শুরু থেকেই তাকে বিভিন্নভাবে নির্যাতন করত ওই বাসার লোকজন। বিষয়টি তাদের ফোনে জানালে বাংলাদেশ ও জর্ডান অফিসে অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়টি জানতে পেরে মিতুর মালিক তাকে মেরে ফেলার হুমকি দেন।

chardike-ad

এরপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি বলে জানান মিতুর স্বামী। ফলে উদ্বেগ, উৎণ্ঠায় দিনযাপন করছে পরিবারটি।