Search
Close this search box.
Search
Close this search box.

newbornমাঝ-আকাশে সন্তান জন্ম দিলেন এক নারী। সে কারণে দোহা থেকে ব্যাংককগামী কাতার এয়ারওয়েজের একটি বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার মধ্যরাতে ওই বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানে সন্তানের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সী এক থাই নারী। বিমানটি কলকাতায় অবতরণের পর তাকে ও তার সন্তানকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

chardike-ad

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার মধ্যরাত তিনটার দিকে বিমানটি দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে ওই নারী সন্তান প্রসবের পর কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে এসওএস সিগন্যাল পাঠান বিমানের পাইলট।

মাঝ-আকাশে এমন ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেন অন্যান্য যাত্রীরাও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদেই জরুরি অবতরণ করেছে। চিকিৎসকসহ বিমানবন্দরের একটি টিম তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।