Search
Close this search box.
Search
Close this search box.

malaysiaমালয়েশিয়ায় নিষিদ্ধ সিগারেট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬৮০ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ করে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটায় কেডার বুকিত কায়ু হিতাম এলাকার তামান সিইজাতরায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাংলাদেশির বয়স ৪০ বছর। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) কেডাহ কাস্টমস থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, যেখানে এক প্যাকেট সিগারেটের মূল্য ১৭ রিঙ্গিত ৪০ পয়সা, সেখানে ওই বাংলাদেশি মাত্র ৫ রিঙ্গিতে বিক্রি করছেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশিকে দেশটির কাস্টমস আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

chardike-ad