Search
Close this search box.
Search
Close this search box.

plabonঅবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের হতাশা নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আজমান হোসেন প্লাবন নামের এক বাংলাদেশি যুবক।  স্থানীয় সময় বৃহস্পতিবার ফেসবুকে মৃত্যুর ঘোষণা দিয়ে তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে, নিউইয়র্কে বসবাসকারী আজমান হোসেন প্লাবন (২২) এক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বৈধ কাগজপত্রের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তারপরও নানা হতাশা আর দুশ্চিন্তা নিয়ে ম্যানহাটনে সাবওয়েতে কাজ করছিলেন তিনি। গত ৩০ জানুয়ারি রাতে এসব বিষয় নিয়ে কথা হয়েছিল দেশে অবস্থানরত তার প্রমিকা সুমি আক্তারের সাথে।

chardike-ad

একই দিন ভোর ৪টার দিকে নিজের কর্মস্থলে ফেসবুক লাইভে প্রেমিকার সঙ্গে আত্মহত্যা করার কথা প্রকাশ করেন। আজমানের আত্মহত্যা নিশ্চিত করেছেন তার ভাই ফারুক রহমান।

আজমানের ফেসবুকে সুমি আক্তারের সাথে অনেক ভিডিও চ্যাট, টিকটিক ভিডিও এবং হতাশার স্ট্যাটাস পাওয়া গেছে বলে জানা গেছে। আজমানের জানাজা আজ ম্যানহাটনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মৃতের দেশে বাড়ি নোয়াখালী।