Search
Close this search box.
Search
Close this search box.

malaysiaমালয়েশিয়ার জঙ্গলে বসবাসরত ৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে দেশটির কুয়ালা নেরাসের একটি জঙ্গলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে তেরেংগানু ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, চলমান অবৈধ অভিবাসীদের গ্রেফতার এড়াতে ওই ৫ বাংলাদেশি তেরেংগানুর জালান মেরং, কামপুং মেঙ্গাবাংয়ের জঙ্গলে প্লাস্টিকের ছাউনি তৈরি করে বসবাস করে আসছিলেন।

chardike-ad

তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মালিক জালিমন ডেরামান জানান, অভিযানকালে পুলিশ প্রধান মোহাম্মদ মুদার নেতৃত্বে পুরো এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বয়স ৩০ থেকে ৩১ বছরের মধ্যে। ১৯ সদস্য পরিচালিত তদন্ত অনুসারে, ৫ বাংলাদেশির বৈধ কোনো অনুমতি না থাকায় ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) এর আওতায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, কুয়াল নেরাস, মারাং, কুয়ালা তেরেংগানু ও হুলু তেরেংগানুতে নির্মাণকেন্দ্র, রেস্তোরাঁ, বাসা, বাড়িসহ আরও ১৫টি স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ২৫ জন পুরুষ এবং দুজন নারীসহ মোট ২৭ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সামাজিক ভিজিট পাসের অনুমতি প্রাপ্তির চেয়ে বেশি দিন অবস্থান এবং বৈধতার কোনো দলিল না থাকায় আরও ১১৯ জন বিদেশিকে আটক করা হয়েছে বলে জানান জালিমন ডেরামান।