Search
Close this search box.
Search
Close this search box.

Toshiba e-Studio 2523Aঅফিস এর কাজের জন্য ফটোকপি মেশিন এর প্রয়োজনীয়তা অনেক বেশি। ফটোকপি মেশিন এর সাহায্যে খুব সহজে এবং কম সময়ে যে কোন প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ফাইল অথবা কাগজ কপি করা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় অফিস ও ব্যাংক গুলোতেও প্রচুর পরিমান ব্যাবহার হয় ফটোকপিয়ার। জনপ্রিয় কপিয়ার ব্রান্ড তোশিবা নিয়ে এল নতুন একটি ফটোকপি মেশিন যেটি Toshiba e-Studio 2523A। দারুন এই কপিয়ারটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য যেটি এই মডেলটিকে অনন্য করেছে।

চলুন দেখে আসি এর কিছু অনন্য বৈশিষ্ট্যঃ

chardike-ad

কপি করার গতি : ২৫ পিপিএম

ওয়ার্ম আপ টাইম : ২০ সেকেন্ড

পেপার ট্রে: ২৫০ শীট

কাগজের আকার : এ৩

কানেক্টিভিটি : ইউএসবি (উচ্চ গতি)

রেজোলিউশানঃ ২৪০০ × ৬০০ ডিপিআই

স্কেন ফিচারঃ সাদাকালো ২৫ এসপিএমএম, কালার ২৪ এসপিএম

মেমোরিঃ ২৫৬ মেগাবাইট

জুমঃ ২৫% থেকে ৪০০%

মোট ওজন : ২৫.৫ কেজি

ডাইমেনশন (ডাব্লু × ডি × এইচ) : ৫৭৫ × ৫৪০× ৪০২ মিমি

আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ, বাজেট-বান্ধব এবং শক্তিশালী এই ফটোকপি মেশিনটি পাওয়া যাচ্ছে ৪০-৪৫ হাজার টাকার মধ্যে।  বাংলাদেশে Toshiba e-Studio 2523A কপিয়ারের সর্বশেষ দাম জানতে পারেন এখান থেকে