দেশ ও মানবতার কল্যাণে আমরা সবাই একসাথে এই স্লোগানকে সামনে রেখে বিগত দিনগুলোর কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটি’র(ইকেবিসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি, ২০২০) সিউল গ্লোবাল সেন্টারে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত নির্বাহী সদস্যদের ভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি হিসেবে নূর মুহাম্মাদ বাবু এবং সাধারন সম্পাদক রাকিবুল হাসান নির্বাচিত হন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ফজলুর রহমান মাসুম, উপদেষ্টা আজমীর হোসেন, কাজী আব্দুল্লাহ আল মামুন, জালাল হোসেন, সিনিয়র সহ- সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম রাফি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান সবুজ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন (জুনিয়র) সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান নয়ন, ক্রীড়া সম্পাদক ফয়সাল মাহমুদ ফাহিম, সহ ক্রীড়া সম্পাদক আব্দুর রব, রায়হান মিয়া, অর্থ সম্পাদক হিসেবে রাজন হুসাইন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক তন্ময় কুমার, প্রবাদ দেবনাথ, আইটি সম্পাদক সোহাগ আহমেদ এর নাম ঘোষণা করা হয়েছে।